বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এনেস্থেসিয়া বিভাগে কর্মরত ডা. শামীম মামুন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ভারতের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ (এফডিএসআর) এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ডা. শামীম মামুন রংপুর মেডিকেল কলেজের ২০তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে একিউট মাইলয়েড লিউকেমিয়া রোগে ভুগেছেন। বোনম্যারো ট্রান্সপ্লান্ট চিকিৎসা নেয়ার জন্য তিনি ভেলোরে সিএমসি হাসপাতালে ভর্তি ছিলেন।

এফডিএসআর সূত্র জানিয়েছে, ভেলোরে চিকিৎসার এক পর্যায়ে তার ফুসফুসের কর্মক্ষমতা নষ্ট হয়ে যাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। এ অবস্থায় তিন দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তিনি আজ মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক শিশুকন্যা রেখে গেছেন। আজ রাতে তার মরদেহ দেশে আনা হবে। 

টিআই/এমএসএ