বিশাল শটে ছক্কার আশায় ক্যাচ আউট। সতীর্থরা হৈ-হুল্লোড় আর করতালি দিয়ে অভিনন্দন জানালো ফিল্ডারকে। ক্ষণেক্ষণেই উচ্ছ্বাসে চিৎকার দিয়ে যেন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের আনন্দ উপভোগ করছে খেলোয়াড়রা।

সোমবার (৫ এপ্রিল) বিকেলে রাজধানীর সবচেয়ে বড় বিনোদনকেন্দ্র চিড়িয়াখানার সামনে এমন চিত্র দেখা গেছে। চিড়িয়াখানায় বন্দি প্রাণীদের দেখার চেয়ে যেন এ আনন্দ কোনো অংশে কম না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত ব্যস্ততম এ বিনোদনকেন্দ্রের সামনে দোকানপাট ও যান চলাচল বন্ধ থাকায় সব সড়ক ফাঁকা। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের প্রথম দিনেই চিরিয়াখানা এলাকায় যান্ত্রিক স্থবিরতা কমে গেছে অনেকটাই। তাই ফাঁকা সড়কে ক্রিকেট উৎসবে শৈশবের আনন্দে মেতেছে একদল কিশোর।

খেলায় অংশ নেওয়া শাওন নামে এক কিশোর ঢাকা পোস্টকে জানায়, চিড়িয়াখানার সামনে আমার দোকান রয়েছে। সরকারের লকডাউন ঘোষণার পর আজ সকাল থেকেই চিড়িয়াখানায়সহ এখানকার দোকানপাট সবকিছুই বন্ধ করে দিয়েছে পুলিশ। এই জন্যই বিকেলে ফাঁকা সড়কে ক্রিকেট খেলছি। অনিক নামের আরেক কিশোর জানায়, রাস্তায় বাস নেই। এর চেয়ে খেলার ভালো জায়গা কোথাও পাওয়া যাবে না। তাই বন্ধুরা সবাই মিলে খেলতে এসেছি।

কথা হয় খেলায় অংশ নেওয়া কিশোর মো. আসলাম হোসেনের সঙ্গে। সে জানায়, এখানে আমার ফুচকার দোকান রয়েছে। লকডাউনের কারণে চিড়িয়াখানা বন্ধ। চিড়িয়াখানার সামনের সব দোকানপাটও বন্ধ রাখা হয়েছে। যার কারণে আমাদের এখন কোনো কাজ নেই। অবসর সময় পার করতে হচ্ছে। এ কারণেই আমরা এখানে সবাই মিলে সময় কাটানোর জন্য ক্রিকেট খেলছি। 

সবসময় এখানে ক্রিকেট খেলা হয় কি না এমন প্রশ্নের জবাবে আসলাম জানায় সব সময় ক্রিকেট খেলার সময় পাই না। বিশেষ কোনো বন্ধের সময় আমরা মাঝে মাঝে খেলি। আর এখন লকডাউনে কারণে সবকিছু বন্ধ রয়েছে। এজন্য খেলার সুযোগ পেলাম।