যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আর্শট-রকফেলার ফাউন্ডেশন কর্তৃক ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগপ্রাপ্ত চিফ হিট অফিসার বুশরা আফরিন বলেছেন, ঢাকা শহরে বর্তমানে বড় সমস্যাগুলো মোকাবিলায় শুধু গাছ লাগানোই নয়, পাশাপাশি বিদ্যমান গাছগুলোর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দিকে গুরুত্ব দিতে হবে।

শনিবার (৯ সেপ্টেম্বর) উত্তরার মাইলস্টোন কলেজে টেকসই নগর ও জনপদের জন্য সবুজায়ন শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

চিফ হিট অফিসার বুশরা আফরিন বলেন, এয়ার কন্ডিশন ব্যবহারের কারণে বাহ্যিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, একই সঙ্গে আরবান হিট আইলেন্ড ইফেক্ট বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে প্রভাবিত করছে। এ পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়া হলে এই শহর আর বাসযোগ্য হিসেবে গড়ে তোলা যাবে না। 

এক্ষেত্রে যুবসমাজকে এ বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অংশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, ঢাকা শহরকে যদি নারীবান্ধব, শিশু বান্ধব করে গড়ে তোলা যায় তাহলে সেই শহর হবে সকলের ব্যবহার উপযোগী। পাশাপাশি টেকসই শহর, যেখানে নিরাপদে চলাচল করা যাবে, যেখানে পাখির আওয়াজ শোনা যাবে, যেখানে থাকবে সবুজায়ন।

তিনি বলেন, এই শহরের নাগরিকদের প্রতি আহ্বান যেন নিজের জায়গা থেকে প্রত্যেকে এগিয়ে আসে। সুনাগরিক হিসেবে দেশের হয়ে কাজ করতে পারি সবাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগ্রেডিয়ার জেনারেল মুহা. আমিরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ, রাজউকের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম, মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম প্রমুখ।

এএসএস/এমএসএ