রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বধ্যভূমি এলাকায় ইন্টারনেটের কাজ করার সময় মো. মোশারফ হোসেন (২৩) নামে এক ইন্টারনেট কর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত এগারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী আল-আমিন জানান, আজ রাত সাড়ে নয়টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি এলাকায় মই দিয়ে ইন্টারনেটের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় সে।

নিহত মোশাররফের বাড়ী ফেনীর দাগনভূঞা উপজেলায়। তার বাবার নাম বেলাল হোসেন। বর্তমানে রায়ের বাজার আজিজ খান মার্কেট এলাকায় থাকত।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এসএএ/