লকডাউন মানি না স্লোগান, দোকান খোলার দাবিতে সড়ক অবরোধ
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আজ থেকে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এর আওতায় গণপরিবহন চলাচল ও বিপণিবিতানগুলো বন্ধ রয়েছে। এ অবস্থায় চার ঘণ্টা দোকান খোলা রাখার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিউমার্কেট এলাকার কয়েকশ ব্যবসায়ী ও দোকান কর্মচারী।
সোমবার বেলা ১১টা থেকে তারা নিউ মার্কেটের সামনের সড়ক অবরোধ করে রেখেছেন। তারা ‘লকডাউন মানি না, দোকান খোলা রাখতে হবে’ বলে স্লোগানও দেন তারা।
বিজ্ঞাপন
গাউছিয়া মার্কেটের একটি দোকানের কর্মচারী রাহাত আহমেদ বলেন, কনফেকশনারী, খাবার হোটেল-রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, এমনকি সেলুন পর্যন্ত খোলা আছে। তাহলে আমরা কেন বঞ্চিত হব। অবিলম্বে মার্কেট খুলতে হবে, তা না হলে আমরা রাস্তা ছাড়বো না।
এদিকে কর্মচারীদের অবস্থানের কারণে নিউমার্কেট থেকে সায়েন্সল্যাব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এআর/এনএফ