এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে বিআরটিসির ৭৯ বাস
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ৭৯টি বাস চলবে। এক পত্রে বিষয়টি জানিয়ে সরকারি সংস্থাটি বলছে, যাত্রীরা যাতে কম সময়ে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানিয়েছেন, গাজীপুর থেকে বিমানবন্দর এলাকার উড়াল পথের সড়কে উঠে তেজগাঁও-ফার্মগেট হয়ে বিভিন্ন রুটে চলবে এসব বাস। ভাড়াও নেওয়া হবে বর্তমান তালিকা অনুযায়ী। যাত্রীরা যাতে নির্বিঘ্নে কম সময়ে চলাচল করতে পারেন সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাত্রী বাড়লে ভবিষ্যতে এসি বাস চালানোর পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, এসব বাসের মধ্যে মতিঝিল বাস ডিপোর ১০টি, মিরপুর বাস ডিপোর ১৯টি, জোয়ার সাহারা বাস ডিপোর ১২টি, কল্যাণপুর বাস ডিপোর ৮টি, মোহাম্মদপুর বাস ডিপোর ২টি, গাবতলী বাস ডিপোর ২টি, নারায়ণগঞ্জ বাস ডিপোর ১২টি, নরসিংদী বাস ডিপোর ৪টি, গাজীপুর বাস ডিপোর ৮টি এবং যাত্রাবাড়ী বাস ডিপোর ২টি বাস রয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ উড়াল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উড়াল সড়কের টোল নির্ধারণ করে কয়েকদিন আগে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এ টোল শুধু প্রথম ফেজের জন্য প্রযোজ্য হবে। এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এমএইচএন/জেডএস