ডাবের ব্যবসায় ফার্মেসি দোকানিও
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় ডাবের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
এসময় ডাবের ব্যবসা করা রাইসা মেডিকেল হল নামে একটি ফার্মেসিকে মূল্য তালিকা ও ভাউচার সংরক্ষণ না করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া যায়। এছাড়া একই এলাকায় মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে হৃদয়ের ডাবের দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, নানা অনিয়মের দায়ে দুটি ডাবের দোকানিকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি ফার্মেসিও রয়েছে। এছাড়া চকবাজার থানা এলাকায় আমদানিবিহীন পণ্য বিক্রয় এবং মোড়কীকরণ বিধি লঙ্ঘন করার দায়ে ফুলকলি সুইটস নামে একটি দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এমআর/এমজে