পুলিশ বক্সে বোমা হামলা : নব্য জেএমবির ১৫ জনের বিচার শুরু
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবির’ ১৫ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এর মধ্য দিয়ে আলোচিত মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হলো।
বিজ্ঞাপন
মামলার আসামিরা হলেন- আমির মো. নোমান খান, মো. সেলিম, জহির উদ্দিন, মহিদুল আলম, মঈনউদ্দিন, আবু সাদেক, রহমতউল্লাহ আকিব, মো. আলাউদ্দিন, মো. সাইফুল্লাহ, মো. এমরান, মো. শাহেদ, মো. কাইয়ূম, মুহাম্মদ কায়ছার, মোরশেদুল আলম ও মুহাম্মদ শাহজাহান। আসামিদের মধ্যে মোরশেদুল আলম ও মুহাম্মদ শাহজাহান পলাতক আছেন।
বিভাগীয় সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রুবেল পাল বলেন, সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় ১৫ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। মামলাটিতে ২৫ সেপ্টেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এছাড়া মামলাটির এক আসামির বয়স কম হওয়ায় তার বিরুদ্ধে অন্য আদালতে বিচার হবে।
জানা গেছে, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে পাঁচলাইশ থানার ২ নম্বর গেট ট্রাফিক বক্সে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই ট্রাফিক পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। বিস্ফোরণে ট্রাফিক বক্সটিতে থাকা সিগন্যাল বাতি নিয়ন্ত্রণের সুইচ বোর্ড ধ্বংস হয়। এ ঘটনায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পাঁচলাইশ থানায় একটি মামলা করা হয়।
মামলাটির তদন্ত করেন সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় গুহ। ২০২২ সালের ২৬ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই সঙ্গে এক আসামির বয়স ১৭ বছর হওয়ায় তার বিরুদ্ধে আদালতে দোষীপত্র দাখিল করা হয়।
এমআর/জেডএস