রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু
রাজধানীর রমনার নিউ বেইলি রোডে ২০ তলা ভবন থেকে পড়ে লাবণ্য প্রামাণিক (৫৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
রোববার (৪ এপ্রিল) সকাল সোয়া ১০টায় এ ঘটনা ঘটে। ওপর থেকে পড়ার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নিহত নারীর গাড়িচালক রিপন বদ্দী।
বিজ্ঞাপন
তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘নিহত লাবণ্য প্রামাণিকের স্বামী তাপস প্রামাণিক টেক্সটাইল মিলের মালিক। ওনারা তিন জন বাসায় থাকেন- স্যার, স্যারের মা ও ম্যাডাম। তাদের এক ছেলে কানাডা থাকেন। কী কারণে এমন হলো তা বলতে পারি না।’
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইউনুস মোল্লা বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তিনি ২০ তলা ভবন থেকে কীভাবে পড়লেন তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা করা হচ্ছে।’
আরএইচ/জেএস