৬ ঘণ্টা ধরে বন্ধ নীলক্ষেতের সড়ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দীর্ঘ প্রায় ৬ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে নীলক্ষেত মোড়। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষজন। তবে জনভোগান্তি কমাতে পুলিশ সদস্যরা ডাইভারশন দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার দাবিতে নীলক্ষেতে জড়ো হয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে মুহূর্তেই মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি থেকে আজিমপুর, বকশিবাজার, চাঁনখারপুল ও আজিমপুর থেকে সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডিগামী বাস, রিকশা, হোন্ডাসহ সব ধরনের পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন- সিজিপিএ নীতিমালায় অনড় ঢাবি : সিনেট সদস্য ড. কুদ্দুস
শরীফুল ইসলাম নামের এক গাড়িচালক বলেন, দীর্ঘ প্রায় দুই ঘণ্টা ধরে নীলক্ষেত মোড়ে আটকে আছি। পেছনে গাড়ির লাইন। এখন গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তায় যাব সেটিরও সুযোগ নেই। আস্তে আস্তে পেছনে গাড়ির চাপ কমলেই হয়ত ঘুরিয়ে অন্য রাস্তায় যেতে পারব।
এদিকে মঙ্গলবার নিউমার্কেট-নীলক্ষেত এলাকায় সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে জনভোগান্তি কিছুটা কম বলে জানান স্থানীয় দোকানিরা।
অপরদিকে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং জনভোগান্তি কমাতে সায়েন্স ল্যাবরেটরি থেকে গাড়ি ঘুরিয়ে কাঁটাবন হয়ে আজিমপুরের দিকে এবং আজিমপুর মোড় থেকে গাড়ি কাঁটাবন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা।
আরও পড়ুন- বৃষ্টিতেও সড়কে ৭ কলেজের শিক্ষার্থীরা, আলোচনার প্রস্তাব পুলিশের
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু ঢাকা পোস্টকে বলেন, জনভোগান্তি রোধে সাময়িকভাবে ডাইভারশন দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। সড়কে গাড়ির চাপ বেশি। তবে গতি কিছুটা কম। কিন্তু একেবারে বন্ধ হয়নি। আমরা চেষ্টা করছি যান চলাচল সক্রিয় রাখার।
তবে সিজিপিএ শর্ত শিথিলের বিষয়ে সবশেষ কী সিদ্ধান্ত হয়েছে- এ বিষয়ে জানতে সাত কলেজের সমন্বায়ক এবং ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
আরএইচটি/এমজে