মার্চে নির্যাতনের শিকার ৩৫২ নারী-শিশু
মার্চে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন ৩৫২ জন নারী ও কন্যাশিশু। এসব ঘটনায় নারী ও শিশু নির্যাতন বেড়েছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বাংলাদেশ মহিলা পরিষদ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
শনিবার (৩ এপ্রিল) বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড। ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে নির্যাতনের পরিসংখ্যানে সংগঠনটি জানায়, ২০২১ সালের মার্চ মাসে মোট ৩৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ১০৯ জন, তাদের মধ্যে কন্যাশিশু ৭০ জন।
বিজ্ঞাপন
এদের মধ্যে ৬২ জন কন্যাশিশু ধর্ষণের শিকার, ৫ জন কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার, ১ জন কন্যাশিশু ধর্ষণের পর হত্যা এবং ২ জন কন্যাশিশু ধর্ষণের কারণে আত্মহত্যার শিকার হয়েছে। এছাড়াও ১০ জন কন্যাশিশুসহ ১৭ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ২ জন কন্যাশিশুসহ ৪ জন শ্লীলতাহানির শিকার হয়েছে। ৭ জন শিশুসহ যৌন নিপীড়নের শিকার হয়েছে ১০ জন। এসিডদগ্ধের শিকার হয়েছে ২ জন। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৬ জন। তার মধ্যে ৪ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। উত্ত্যক্তের শিকার হয়েছে ৩ জন। ১০ জন শিশুসহ অপহরণের ঘটনার শিকার মোট ১৬ জন।
জেইউ/এইচকে