টাইফয়েডে আক্রান্ত হয়ে আয়েশা নাজনীন বর্ষা নামে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের তৃতীয় বর্ষের (৩০তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৪ আগস্ট) মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের ফেসবুক পেজে দেওয়া এক শোক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আয়েশা টাইফয়েড ও জন্ডিসে ভুগছিলেন। আজ ভোরে গুরুতর অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন তার সহপাঠী, শিক্ষক ও পরিচিতজনেরা।

টিআই/এফকে