‘বঙ্গবন্ধুই চিনিয়েছেন আমরা বাঙালি’
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, বাংলাদেশকে ভালোবেসে, দেশের উন্নয়নে কাজ করতে হবে। বঙ্গবন্ধুই আমাদের চিনিয়ে গেছেন আমরা বাঙালি। সেই বাঙালিত্ব আমাদের রক্ষা করতে হবে।
রোববার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সংবাদ পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। আজ তিনি আমাদের মাঝে নেই, তার স্বপ্ন পূরণের জন্য আমরা রয়েছি।’
নিজামুল হক বলেন, ‘বঙ্গবন্ধু ছাত্র জীবন থেকেই জনগণের জন্য কাজ করেছেন। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা; বাঙালির প্রতিটি লড়াইয়ে ছিলেন বঙ্গবন্ধু।’
এসময় বাংলাদেশ সংবাদ পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু বলেন, ‘স্বাধীনতার মাত্র ৪৪ মাসের মাথায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। কারাগারে ঢুকে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। তারা বাংলাদেশকে নব্য পাকিস্তান হিসেবে গড়ার চেষ্টা করেছে। আমরা ৭৫ এ জেল থেকে বের হয়ে দেখলাম বাংলাদেশ বেতারের জায়গায় রেডিও বাংলাদেশ হয়ে গেল। জয় বাংলার জায়গায় বাংলাদেশ জিন্দাবাদ হয়ে গেল। পাঠ্যপুস্তক থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ম্লান করে দিতে চেয়েছিল, মুছে দেওয়ার চেষ্টা করেছিল। নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। এমনকি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণও নিষিদ্ধ করা হয়েছিল।’
ওএফএ/এমএসএ