দুদিন পর স্বাভাবিক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
পানি নেমে যাওয়ায় দুই দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে সড়কটিতে যান চলাচল শুরু হয়।
এর আগে কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মহাসড়কটির বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় গত মঙ্গলবার (৮ আগস্ট) থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ ঢাকা পোস্টকে বলেন, সড়কের কোনো অংশে এখন পানি নেই। যান চলাচল একেবারে স্বাভাবিক। আমরা সকাল থেকে সড়কে রয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে সেটি নিরূপণের চেষ্টা করছি।
খোঁজ নিয়ে জানা গেছে, টানা ভারী বর্ষণ এবং সাংগু নদী, ডলু নদী ও হাঙ্গর খাল দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। তিন উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। পানিতে তলিয়ে যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশ। বৃহস্পতিবার মহাসড়ক স্বাভাবিক হলেও এখনো আশপাশের এলাকা থেকে বন্যার পানি পুরোপুরি নামেনি।
এমআর/জেডএস