কুষ্টিয়ায় গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারা থানার সরকারি খাদ্য গুদাম এলাকায় প্রতিপক্ষের গুলিতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয় কুমার প্রামাণিক (৩৬) মারা গেছেন। বুধবার (৯ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সঞ্জয় কুমার প্রামাণিক কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিলেন।
বিজ্ঞাপন
গত বুধবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তাকে গুলি করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে বুধবার রাতেই তাকে ঢামেকে ভর্তি করা হয়।
নিহতের ছোট ভাই সম্পদ কুমার প্রামাণিক বলেন, গত বুধবার স্থানীয় একটি মন্দিরের কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকার মোস্তাফিজুর রহমান শোভনের সঙ্গে আমার ভাইয়ের কথা কাটাকাটি হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে শোভনসহ তার কয়েকজন সহযোগী সরকারি খাদ্য গুদামের সামনে আমার ভাইকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর আমার ভাইকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে আমার ভাই মারা যান।
তিনি আরও বলেন, মন্দির কমিটি নিয়ন্ত্রণ করবে সনাতন ধর্মাবলম্বীরা। গত কিছু দিন ধরে শুটার গ্যাংয়ের কর্ণধার শোভন এবং তার বাহিনী এই মন্দিরের হিসাব এবং পরিচালনা পরিষদে ব্যাঘাত সৃষ্টি করে আসছিলেন। আমার ভাই এর প্রতিবাদ করে নতুন করে মন্দির কমিটি গঠনের চেষ্টা করেছিলেন। এ কমিটি গঠনকে কেন্দ্র করেই আমার ভাইকে হত্যা করে তারা।
সম্পদ প্রামাণিক বলেন, কুষ্টিয়ার ভেড়ামারা থানার কাচারই পাড়ায় আমার বাড়ি। আমার বাবার নাম শ্রী দুলাল চন্দ্র প্রামাণিক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/এসকেডি