চট্টগ্রামের রাউজান উপজেলার হালদা নদীর শাখা খালে তলিয়ে যাওয়া শাহেদ হোসেন বাবুর (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) ভোরে হালদা নদীর মদুনাঘাট এলাকার ছায়াচর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহেদ হোসেন রাউজান উপজেলার উরকিরচর এলাকার বাসিন্দা। তিনি পেশায় কৃষি ও মৎস্য খামারি।

এর আগে সোমবার (৭ আগস্ট) ভারী বর্ষণে উরকিরচর গ্রামের শাহেদের গরুর খামার ডুবে যায়। খামারের গরু উদ্ধার করে ফেরার পথে শাহেদসহ আরও তিনজন নৌকা উল্টে হালদার শাখা খালে তলিয়ে যান। এ সময় বাকি তিনজন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও শাহেদ স্রোতের টানে ভেসে যান। পরে আজ (বুধবার) ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ-থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, প্রায় ৩২ ঘণ্টা পর যুবকের মরদেহ বুধবার ভোরে স্থানীয়রা উদ্ধার করেছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এমআর/এসকেডি