ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার(৮ আগস্ট) বিকেলে বিজিবির চট্টগ্রাম ব্যাটালিয়ন (৮ বিজিবি) এর উদ্যোগে মহানগরের হালিশহরে ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, ত্রাণ সামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি সয়াবিন তেল, ২ কেজি আলু, ১/২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ ও অন্যান্য মসলাদি ছিল।

অপরদিকে বিজিবির আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) উদ্যোগে আলীকদম সদর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের রোয়াস্তু বুলু কারবারিপাড়া ও আব্বাস কারবারিপাড়ায় পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও ঔষধ বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে জন প্রতি ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি তেল, ১.৫ কেজি আলু, ১ কেজি চিড়া ও শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া চট্টগ্রাম রিজিয়নের রাঙ্গামাটি সেক্টর সদরসহ অধীন ব্যাটালিয়ন এবং গুইমারা সেক্টরের অধীন খেদাছড়া ও যামিনীপাড়া ব্যাটালিয়ন পাহাড় ধসের কারণে ক্ষতিগ্রস্ত অসহায়, গরিব ও দরিদ্র ৩২৯টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জেইউ/এমজে