রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার আকাশ আজ (সোমবার) দুপুর পর্যন্ত মেঘলা থাকবে। এ সময়ের মধ্যে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৭ আগস্ট) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পরিস্থিতির পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।

আবহাওয়া অফিস জানায়, আজ দুপুর ১টা পর্যন্ত রাজধানী ও এর আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর ফলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 

এছাড়া এসব এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে বয়ে আসা বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। আজ রাজধানী ও আশেপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

এসআর/কেএ