চট্টগ্রামে করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলাটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮৯ জনে। সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শুক্রবার (২ এপ্রিল) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৫১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ সময় মারা গেছেন একজন। চট্টগ্রামের সাতটি ও কক্সবাজারের একটি ল্যাবে ২০৬৭টি নমুনা পরীক্ষায় নতুন করে ৫১৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন। বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮২ জন। চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৮০১ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৩২ হাজার ৪৯৮ জন, আর বিভিন্ন উপজেলার ৮ হাজার ৩০৩ জন। চট্টগ্রামে করোনায় মারা যাওয়া ৩৮৯ জনের মধ্যে নগরীর ২৮৫ জন আর বিভিন্ন উপজেলার ১০৪ জন ।

এদিকে করোনা বাড়তে থাকায় বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে চট্টগ্রামে সব ধরনের বিনোদনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। 

কেএম/এইচকে