উন্নত জীবন ও লোভনীয় সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে ইতালি পাঠানোর কথা বলে বেকার যুবকদের পাচার করা হতো লিবিয়ায়। সেখানে তাদের জিম্মি করে করা হতো নির্যাতন। পরে আদায় করা হতো মুক্তিপণ। এমন এক চক্রের মূল হোতাকে আটক করেছে র‍্যাব। তার নাম এমদাদ ব্যাপারী (৬৩)। 

শনিবার (৫ আগস্ট) রাতে ঢাকার কেরাণীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারি পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য জানান।  

আটক এমদাদ ব্যাপারী মাদারীপুর জেলার সদর উপজেলার পেয়ারপুর কুমড়াখালী এলাকার প্রয়াত শফিজ উদ্দিন বেপারীর ছেলে।

র‌্যাবের মিডিয়া কর্মকর্তা ফারজানা হক জানান, ইতালি পাঠানোর কথা বলে এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে কয়েক লাখ টাকা নিয়েছেন চক্রের মূল হোতা এমদাদ বেপারী।

আটক এমদাদ বেপারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, এমদাদ বেপারী মানব পাচার চক্রের অপর সদস্যদের যোগসাজশে বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের উচ্চ বেতনে চাকরি ও লোভনীয় সুযোগ সুবিধাসহ ইতালি নেওয়ার প্রলোভন দেখাতেন। কিন্তু ভুক্তভোগীদের ইতালি না পাঠিয়ে লিবিয়াতে নিয়ে যেতেন। সেখানে থাকা চক্রের অন্য সহযোগীদের মাধ্যমে ভুক্তভোগীদের জিম্মি করে নির্যাতন চালানো হতো। পরে দেশে থাকা স্বজনদের কাছ থেকে আদায় করা হতো মুক্তিপণ।

আরও পড়ুন: স্ত্রী হত্যার একযুগ পর স্বামী গ্রেপ্তার

র‍্যাব জানায়, আটক এমদাদ বেপারীর জনশক্তি রপ্তানির কোনও লাইসেন্স নেই। তিনি চক্রের সহায়তায় এ পর্যন্ত প্রায় অর্ধ-শতাধিক বেকার যুবকের কাছ থেকে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন। 

এমদাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

জেইউ/এমএসএ