ওমানে বাংলাদেশি নারী এমপির আটকের খবরে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির ওমানে আটকের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ সংসদ সদস্যের আটকের বিষয়ে কোনো খবর নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
বিজ্ঞাপন
ওমানে একজন সংসদ সদস্য আটকের কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে সরকার আনুষ্ঠানিক কোনো তথ্য জানে কি না- এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, এ রকম কোনো খবর আমরা জানি না। আমরা জানি সেখানে তিনি বেড়াতে গেছেন। কোনো ব্যক্তি যদি যান, সেটি ব্যক্তিগত উদ্যোগে গিয়েছেন।
তিনি বলেন, এই মুহূর্তে সরকারিভাবে আমরা কাউকে পাঠাই নাই। আপনার কাছে শুনলাম। এগুলো আমরা জানি না।
এনআই/এমজে