নুরের বাসায় তল্লাশি নিয়ে যা বললেন ডিবি প্রধান
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় তল্লাশি প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, আসামি যার বাসায় থাকুক আমরা তাকে ধরে আনতে পারি। প্রয়োজনবোধে বল প্রয়োগ করে আসামি আনতে পারি।
বুধবার (২ আগষ্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ডিবি প্রধান।
বিজ্ঞাপন
তিনি বলেন, নুর যখন জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? তখন পুলিশ তার পরিচয় দিয়েছে। বলেছে, আমরা থানা থেকে এসেছি, আমরা ডিবি পুলিশ।
আরও পড়ুন- ছাত্র অধিকার পরিষদ সভাপতিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
আইনের ব্যত্যয় হয়নি জানিয়ে ডিবি প্রধান বলেন, পুলিশ অনেকক্ষণ অপেক্ষা করেছে। আমাদের পুলিশ তাকে বারবার বলেছে, আসামি দিয়ে দেন। আইনে বলা আছে যে, আসামি যার বাসায় থাকুক আমরা তাকে ধরে আনতে পারি। প্রয়োজনবোধে বল প্রয়োগ করে আসামি আনতে পারি। আমরা আইনের ব্যত্যয় কিছু করিনি।
তিনি আরও বলেন, যাকে ধরে এনেছি তিনি একজন মামলার আসামি। তিনি ফেসবুকে ইউটিউবে বিভিন্ন দলের উস্কানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসার ছাত্রদের উত্তেজিত করার চেষ্টা করেছে। তার নামে মামলা রয়েছে।
হারুন অর রশিদ আরও বলেন, ভিপি নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। বাসায় যদি কোনো মামলার আসামি লুকিয়ে থাকে তাকে বের করে দেওয়াই তার উচিত ছিল। সেটা না করে, উল্টো পুলিশের উপর চড়াও হলেন। পুলিশকে গালিগালাজ করলেন। সরকারি কাজে বাধা দিলেন।
এমএসআই/এমজে