রাজধানীর বনানীর টারিয়াসে প্রাণবন্ত পরিবেশে সাজেদা ফাউন্ডেশনের সুদিন কর্মসূচির সেবাগ্রহীতাদের উন্নতি ও ইতিবাচক পরিবর্তনে উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে জমকালো ফ্যাশন শো ও মনোমুগ্ধকর ছবি প্রদর্শনী।

‘সুদিন সত্তা’ সৃজনশীলতা, সহমর্মিতা ও অদম্য চেতনার এক চমৎকার মেলবন্ধন। কেন্দ্রীয় মঞ্চে এ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। ‘পিরান বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ফ্যাশন ডিজাইনার যারিন তাসনিম জয়ীতা সুবিধাবঞ্চিত নারীদের বিভিন্ন আকর্ষণীয় পোশাক তৈরিতে দক্ষ করে তুলতে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। একইসঙ্গে বেরাইদের শিশুদের দিয়ে বেরাইদের সৌন্দর্য, প্রতিকূলতা তাদের ক্যামেরার লেন্সের মাধ্যমে তুলে ধরা হয়েছে ছবি প্রদর্শনীতে।

সাজেদা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা মো. ফজলুল হক বলেন, বেরাইদ ঋষি পল্লীর নারী ও শিশুদের সাহায্যের জন্য ‘সুদিন সত্তার’ মতো একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা সত্যি সম্মানিত বোধ করছি।

তিনি আরও বলেন, আমাদের ফাউন্ডেশন তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও তাদের অধিকার লাভের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

‘সুদিন সত্তা’ সফল হওয়ার পেছনে গণমাধ্যম, সম্মানিত অতিথি, পৃষ্ঠপোষক এবং অন্যান্য সবার সমর্থন এবং অংশগ্রহণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাজেদা ফাউন্ডেশন এ মহৎ কাজে সাহায্যকারী সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

/এসএসএইচ/