মাতুয়াইলে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর মাতুয়াইলে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
শনিবার (২৯ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১২টা ৩৫ মিনিটে মাতুয়াইলে স্বদেশ পরিবহন কোম্পানির একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের খবর আমরা পেয়েছি। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। কারা অগ্নিসংযোগ করেছে বা ঘটনায় কোনো হতাহত আছে কি না, এ তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, প্রথম বাসের পাশেই তিশা কোচ নামে দ্বিতীয় আরেকটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে যতটুকু শুনেছি যাত্রীরা নেমে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাতুয়াইল সিএনজি স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা তিশা কোচের বাসটিতে চারজন লোক এসে আগুন লাগিয়ে দেয়। তার মধ্যে দুইজন একটি মোটরসাইকেল ছিলো। আর দুইজন হেঁটে এসে আগুন লাগিয়ে দিয়ে দৌড়ে রাস্তা পার হয়ে পালিয়ে যায়। মোটরসাইকেলে আসা লোকজন যাত্রাবাড়ীর দিকে চলে যায়। তবে মোটরসাইকেলে আসা দুইজনের মাথায় হেলমেট ছিল এবং গাড়ির কোনো নাম্বার প্লেট ছিল না।
গাড়িটি সিএনজি স্টেশনের থেকে গ্যাস নিয়ে বের হওয়ার সময় দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন দেওয়া হয়। তখন গাড়িতে কোনো যাত্রী ছিল না।
এর আগে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মাতুয়াইলে পুলিশ ও বিএনপিকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এমএসি/এএইচআর/এমএ