শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে চিঠি দিয়েছেন ১৪ কংগ্রেসম্যান।

বৃহস্পতিবার (২৭ জুলাই) এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন চিঠিতে স্বাক্ষরকারীদের একজন মার্কিন কংগ্রেসম্যান বব গুড। তবে টুইটে তিনি চিঠির কপিটি প্রকাশ করেননি।

টুইটে কংগ্রেসম্যান বব গুড লিখেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণের প্রাপ্য অধিকার। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আমি আমার ১৩ সহকর্মীর সঙ্গে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি পাঠিয়েছি।

এর আগে, চলতি বছরের জুনের শুরুর দিকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ তৈরিতে জরুরি পদক্ষেপ চেয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছিলেন ছয় কংগ্রেসম্যান। সেই চিঠিতে স্বাক্ষরকারীদের একজন ছিলেন মার্কিন কংগ্রেসম্যান বব গুড।

এনআই/এমজে