নিয়োগ পরীক্ষায় প্রতারণা : ৭ জনকে পুলিশে দিল ইসি
অফিস সহায়ক পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রতারণার দায়ে ৭ জনকে পুলিশে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২০ জুলাই) লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নির্বাচন কমিশন।
বিজ্ঞাপন
প্রতারণা করা ৭ পরীক্ষার্থী হলেন- সাতক্ষীরার আশাশুনি থানার প্রতাপনগর গ্রামের ফজর আলী সানার ছেলে হাফিজুর রাহমান, কিশোরগঞ্জের কটিয়াদী থানার ভাংনাদী গ্রামের করিম মিয়ার ছেলে ইরাম মিয়া, নীলফামারীর ডোমার থানার পূর্ব কেতকীবাড়ী গ্রামের সোহরাফ আলীর ছেলে রিপন ইসলাম, রংপুর সদর থানার চন্দনপার্ট গ্রামের বরেন চন্দ্রের ছেলে পলাশ চন্দ্র, রংপুরের মিঠাপুকুর থানার ভক্তিপুর গ্রামের মোজাফফর রহমানের ছেলে মো. তারিকুজ্জামান, বগুড়ার সারিয়াকান্দি থানার ফুলবাড়ী নয়া পাড়া গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে মো. নুর মোহাম্মদ, নীলফামারীর সৈয়দপুর থানার গোলাহাট গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে মো. আব্দুল্লাহ।
ইসি জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ে অফিস সহায়ক পদে গত ৩১ মার্চ এবং ১৯ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় কয়েকজন পরীক্ষার্থী প্রতারণার মাধ্যমে উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে তাদের বক্তব্যের অসামঞ্জস্যতা দেখা যায়। পরবর্তীতে তাদের হাতের লেখা পরীক্ষা করা হয়। এসময় তাদের হাতের লেখার সঙ্গে উত্তরপত্রের হাতের লেখার অমিল পাওয়া যায়।
ইসি আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরীক্ষায় জালিয়াতির বিষয়টি স্বীকার করে। অভিযুক্ত এ ৭ জনকে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এসআর/এমজে