এডিসের লার্ভা পাওয়ায় জাপান গার্ডেন সিটিকে ৫ লাখ টাকা জরিমানা
এডিসের লার্ভা পাওয়ায় মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন এ জরিমানার কথা জানিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, মশক নিধন অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম নিজেও উপস্থিত ছিলেন। তিনি এডিসের লার্ভা ধ্বংসের অভিযানটি নিজে উপস্থিত থেকে মনিটরিং করেছেন। এ সময় মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে এডিসের লার্ভা পাওয়ায় তাদেরকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে আজ শনিবার থেকে প্রতিটি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু করেছে ডিএনসিসি। প্রতিটি ওয়ার্ডে মাসব্যাপী এ অভিযান চলবে।
এএসএস/এনএফ