রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাজার বাস স্ট্যান্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সুমন (৩৬) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত সুমনের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। তার বাবার নাম আব্দুল কুদ্দুস। বর্তমানে স্ত্রী এবং এক ছেলে, দুই মেয়ে নিয়ে ৩৭ নং বোরহান লেন হাজারীবাগে ভাড়া থাকতেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুক্রবার (৭ জুলাই) সকালে এ বিষয়ে নিহতের মামা আল আমিন জানান, নিহত সুমন ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা চালাত। গতকাল রাতে রায়েরবাগ বাস স্ট্যান্ড দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মৃত সুমনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।
এমএসি/এসএএ