শনিবার ঢাকায় আসছে ইইউর নির্বাচন অনুসন্ধানী প্রতিনিধি দল
নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের একটি নির্বাচন অনুসন্ধানী অগ্রগামী দল আগামী শনিবার (৮ জুলাই) ঢাকায় আসছে। তারা ১৫ দিন বাংলাদেশে অবস্থান করবে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।
বিজ্ঞাপন
ভারপ্রাপ্ত মুখপাত্র বলেন, নির্বাচন কমিশনের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে ইইউর ছয় সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধানী অগ্রগামী দল আগামী ৮-২৩ জুলাই বাংলাদেশ সফর করবে। এ মিশনের কাজ হবে মূল নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিকস ও নিরাপত্তা ইত্যাদি বিষয়াদি মূল্যায়ন করা।
তিনি জানান, এ অনুসন্ধানী মিশন বাংলাদেশে অবস্থানের সময় সরকারের প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক বলে জানিয়েছে ঢাকায় ইইউ ডেলিগেশন।
নির্বাচন কমিশনের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হবে বলে এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তেমন কিছু করণীয় নেই বলে জানান রফিকুল আলম।
মুখপাত্র বলেন, অনুসন্ধানী মিশন থেকে প্রাপ্ত এসব তথ্যের ভিত্তিতেই পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন আগামী জাতীয় নির্বাচনের আগে পূর্ণাঙ্গ নিবার্চন পর্যবেক্ষণ মিশন প্রেরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
ঢাকায় আসছেন ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি
মানবাধিকার বিষয়ক ইইউর বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর জুলাই মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত মুখপাত্র রফিকুল আলম।
রফিকুল আলম জানান, সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং মানবাধিকার বিষয়ক সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, গত ২-৫ মে ব্রাসেলস, বেলজিয়াম সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ইমন গিলমোরসহ ইইউর অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এনআই/জেডএস