মালয়ে‌শিয়ায় বাংলাদেশের নতুন হাইক‌মিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনী‌তিক মোহাম্মদ শামীম আহসান। তি‌নি বর্তমানে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দা‌য়িত্ব পালন করছেন।

বৃহস্প‌তিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবু‌ক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিসিএস ১১তম ব্যাচের এ কূটনীতিক ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।

আরও পড়ুন : মিসরে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সামিনা নাজ

২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বিভিন্ন শহরে বাংলাদেশের মিশনের দায়িত্ব পালন করেন।

শামীম আহসান ১৯৬৬ সালে ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন।‌ এক সন্তা‌নের জনক তি‌নি।

এনআই/এসএম