করোনার সংক্রমণ ইস্যুতে সাধারণ ছুটির চিন্তাভাবনা নেই
করোনার সংক্রমণ ইস্যুতে সাধারণ ছুটির চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সোমবার (২৯ মার্চ) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সরকার নতুন করে ১৮ দফা নির্দেশনা দিয়েছে। নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে (কমপক্ষে ২ সপ্তাহ) বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
করোনার সংক্রমণ ইস্যুতে সাধারণ ছুটির চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার (২৯ মার্চ) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাধারণ ছুটি দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না বা এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, 'এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত নেই বা ছুটি দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।'
তিনি বলেন, 'আমাদের কার্যক্রম চলতে থাকবে। আমরা সতর্ক হলেই এটিকে নিয়ন্ত্রণ করতে পারব।'
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সরকার নতুন করে যে ১৮ দফা নির্দেশনা দিয়েছে তা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'চালু হওয়ার দুই সপ্তাহ পর্যন্ত আমরা এ সিদ্ধান্তগুলো প্রতিপালন করব। তারপর আমরা দেখব অবস্থা কী। পরে আমরা সিদ্ধান্ত দেব। এ মুহূর্ত থেকে আমরা ধরে নিলেও আগামী ১৪ দিন অর্থাৎ ১১ বা ১২ এপ্রিল পর্যন্ত চলবে।'
১১ তারিখ দেশের বেশ কয়েকটি ইউনিয়ন ও পৌরসভায় ভোট আছে-সাংবাদিকরা প্রসঙ্গটি সামনে আনলে তিনি বলেন, 'স্বাস্থ্যবিধি মেনে ভোটের লাইনে দাঁড়াতে হবে। আমরা ওখানে কর্মকর্তাদের বলে দেব, স্বাস্থ্যবিধি অনুযায়ী ভোট হবে।'
২ এপ্রিল এমবিবিএসের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, 'সব কাজই করতে হবে স্বাস্থ্যবিধি মেনে। বইমেলাও স্বাস্থ্যবিধি মেনে করতে হবে।'
তিনি আরও বলেন, 'করোনাকে আমরা প্রতিরোধ করতে পারি যদি ভালো মাস্ক ব্যবহার করি এবং শারীরিক দূরত্ব মেনে চলি এবং হাত ধুই। এটি কিন্তু আমাদের কাছে অজানা কিছু নয়, আমাদের অনেক অভিজ্ঞতা। এ অভিজ্ঞতা নিয়ে অনেকেই আছেন আক্রান্ত হননি, সতর্কতার কারণে। আমরা সতর্ক থাকলেই যে এটাকে নিয়ন্ত্রিত করতে পারি, তা প্রমাণিত।'
এসএইচআর/জেডএস