ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের দ্বিতীয় ইউনিট বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। এর ফলে জাতীয় গ্রিডে ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে।

সোমবার মুম্বাই স্টক এক্সচেঞ্জের জন্য দেওয়া এক বিবৃতিতে আদানি পাওয়ার জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম শেষে রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় আদানি পাওয়ারের দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে।

আদানির বিদ্যুৎকেন্দ্র এখন পূর্ণ সক্ষমতার ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। এর আগে গত ৭ এপ্রিল আদানির ৭৪৮ মেগাওয়াট সক্ষমতার প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু করে।

গোড্ডা থেকে ভারতীয় অংশে প্রায় ১০৬ কিলোমিটারের ডেডিকেটেড ট্রান্সমিশন লাইনের মাধ্যমে আদানির বিদ্যুৎ দেশে আসছে।

ওএফএ/এমজে