ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের সামনের ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় শতাধিক দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

রোববার (২৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে এই অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, আমরা প্রতিনিয়ত মেয়রের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকি। আপনারা জানেন ঢাকা মেডিকেল একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা সেবা নিতে আসে। ফুটপাত দখল করে এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধভাবে দখলদাররা। মেয়র সবসময় ঢাকা মেডিকেলের এই ফুটপাতটি অবৈধ দখলমুক্ত করার জন্য এই অভিযান পরিচালনা করার নির্দেশনা দিয়েছেন। গুলিস্তান জিরো পয়েন্ট হানিফ ফ্লাইওভার এবং ঢাকা মেডিকেল কলেজে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেলের সামনে এর ফুটপাত এবং রাস্তায় যতগুলো অবৈধ দোকানপাট ছিল সেগুলোকে আমরা উচ্ছেদ করেছি। আমরা তাদের বারবার বলার পরেও তারা এই ফুটপাতটি অবৈধভাবে দখল করে রাখে। এখানে আমাদের নিয়মিতভাবে অভিযান পরিচালনা হবে বলে জানান তিনি।

এসএএ/জেডএস