চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যান চলাচল শুরু হয়েছে। রোববার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের দারুল উলুম মইনুল ইসলাম মাদরাসার সামনে ইটের দেয়াল দিয়ে তৈরি ব্যারিকেড সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। পরে রাত সাড়ে ৯টা থেকে যান চলাচল শুরু হয়।  মাদরাসায় শিক্ষার্থীরা সড়কটি প্রায় ৫৪ ঘণ্টা অবরোধ করে রাখেন। 

মাদরাসার পক্ষ থেকে শ্রমিক দিয়ে সড়কের মাঝে দেওয়া ইটের ওয়াল সরিয়ে নেওয়া হয়। এরপর রাত সাড়ে ৯টা থেকে গাড়ি চলাচল শুরু হয়েছে।

এ বিষয়ে হেফাজতের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস ঢাকা পোস্টকে বলেন, আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে নিচ্ছি। আজ রাত সাড়ে ৮টায় সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। রাত সাড়ে ৯টা থেকে গাড়ি চলাচল শুরু হয়। আগামীকাল মাদরাসার শিক্ষার্থীদের পরীক্ষা আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তাও গাড়ি চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।  

এছাড়া চট্টগ্রাম-রাঙামাটি সড়কেও প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল শুরু হয়েছে বিকেল ৫টা থেকে। রাস্তায় বড় বড় গাছের গুড়ি  ফেলে রেখেছিল হরতাল সমর্থকরা। পরে বিকেলে প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে সড়কটি যান চলাচলের উপযোগী করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষে হাটহাজারী উপজেলায় চার জন নিহত হয়। এরপর শুক্রবার ৩টা থেকে এই সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেয় হেফাজত সমর্থক মাদরাসার শিক্ষার্থীরা। এসময় তারা সড়কে ইট দিয়ে দেয়াল তৈরি করে।

কেএম/ওএফ