চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া উপকূলীয় এলাকার আত্মসমর্পণ করা ৭৭ দস্যুকে ঈদুল আজহার উপহার দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

শনিবার (২৪ জুন) বাঁশখালী উপজেলা মিলনায়তনে এসব উপহার বিতরণ করা হয়।

চট্টগ্রামের র‍্যাব পর্যবেক্ষণের মাধ্যমে ২০১৮ সালে ৪৩ এবং ২০২০ সালে ৩৪ দস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয়। পরবর্তীতে তারা র‍্যাবের সহযোগিতায় স্বাভাবিক জীবনযাপন শুরু করে। তারই ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষ্যে র‍্যাবের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

এ সময় চট্টগ্রাম র‍্যাবের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম, সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার, বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

এমআর/এসকেডি