ছবি : সংগৃহীত

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

১৮৬৩ সালের ২২ জুন চট্টগ্রাম পৌরসভা হিসেবে যাত্রা শুরু। ওই সময়েও জলাবদ্ধতা সমস্যা ছিল। তা এখনো রয়ে গেছে। শিক্ষা-স্বাস্থ্য খাতের সুনাম ম্লান। কাঁধে দেনার বড় বোঝা। ১৫৫ বর্গকিলোমিটার আয়তনের চট্টগ্রাম শহরের এখন জনসংখ্যা প্রায় ৭০ লাখ।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

প্রথম আলো

বৃষ্টি হলেই ডোবে শহর, সেবায়ও পিছিয়ে

একসময় চট্টগ্রাম ছিল প্রাকৃতিক শহর। শহরের ভেতরে ছোট ছোট পাহাড়, পাশে নদী, গাছপালা ঘেরা বন। সুন্দর ও শান্ত। শহরের আগের সে সৌন্দর্য ধীরে ধীরে ক্ষয়ে গেছে। এখন অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় শহর। এই বর্ষাতেও ইতিমধ্যে তিনবার ডুবছে শহর। অথচ জলাবদ্ধতা সমস্যা নিরসনের প্রেক্ষাপটকে ঘিরে গঠিত হয়েছিল চট্টগ্রাম পৌরসভা।

খাগড়াছড়িতে বাগানে বাগানে এখন কড়া মিষ্টি স্বাদের আম্রপালি আম। ফলনও ভালো হয়েছে এবার। তবু কৃষকের মুখে হাসি নেই। কারণ, এই আম্রপালি অন্য জেলায় নেওয়ার সময় পথে পথে সরকারি সংস্থার টোল ও অবৈধভাবে নানা সংগঠনকে চাঁদা দিতে হয়।

প্রথম আলো

এক আমে সাতবার টোলচাঁদা

আমচাষি ও ব্যবসায়ীদের অভিযোগ, একই আমের গাড়ি থেকে পৌরসভা ও জেলা পরিষদ মোট তিন দফায় টোল আদায় করছে। আবার তিন আঞ্চলিক দলের নাম ভাঙিয়ে নেওয়া হয় তিন দফা চাঁদা। এর বাইরে পুলিশকেও গাড়িপ্রতি এক দফা চাঁদা দিতে হয় বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন >>> দুর্নীতি কি বন্ধ হবে? 

সম্পূর্ণ দান ও অনুদানে পরিচালিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা-বিজ্ঞান প্রতিষ্ঠানেও দুর্নীতির থাবা পড়েছে। ট্রান্সফরমার স্থাপন, বিভিন্ন সরঞ্জাম কেনাকাটা, জনবল নিয়োগসহ প্রায় প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক দুর্নীতি ও অনিয়মের সত্যতা পেয়েছে সরকার গঠিত তদন্ত কমিটি।

যুগান্তর

দানের টাকার ওপরও দুর্নীতির থাবা

আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে এমন-১০টি অভিযোগ নিয়ে কাজ করেছে এ কমিটি। বিদ্যমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানটিতে সমাজ সেবা অধিদপ্তরের একজন কর্মকর্তাকে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

লিঙ্গসমতা প্রতিষ্ঠায় বিশ্বের ১৪৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৯তম। গত বছরের চেয়ে ১২ ধাপ এগিয়েছে দক্ষিণ এশিয়ার এ দেশ। গত মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডাব্লিউইএফ) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে লিঙ্গসমতা প্রতিষ্ঠায় প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ।

কালের কণ্ঠ

লিঙ্গসমতা প্রতিষ্ঠায় ১২ ধাপ অগ্রগতি বাংলাদেশের

‘গ্লোবাল জেন্ডার গ্যাপ-২০২৩’ শীর্ষক প্রতিবেদনটিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ১২৭তম, পাকিস্তান ১৪২তম, নেপাল ১১৬তম, শ্রীলঙ্কা ১১৫তম এবং ভুটান ১০৩তম স্থানে।

জাতীয় সংসদ নির্বাচনের আগে এবারও ব্যাংকের মালিকদের আবদার পূরণ করল সরকার। ব্যাংকে পরিচালক পদে টানা ১২ বছর থাকার সুযোগ দিয়ে গতকাল ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী জাতীয় সংসদে পাস হয়েছে।

সমকাল

নির্বাচনের বছরে ব্যাংক পরিচালকদের বড় ছাড়

সংসদে উপস্থাপিত বিলে ৯ বছরের প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত ১২ বছর নির্ধারণ করে আইনটি পাস হলো। কোনো ব্যক্তি বা গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট এক প্রতিষ্ঠান খেলাপি হলে অন্য প্রতিষ্ঠানকে খেলাপি দেখানো যাবে না– এমন সুযোগও রাখা হয়েছে। তাদের ঋণ পেতেও কোনো সমস্যা হবে না।

প্রবাসী শ্রমিকদের সংখ্যায় রাজধানীসহ গোটা ঢাকা জেলার অবদান ৩ শতাংশের সামান্য বেশি। যদিও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশের ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো মোট রেমিট্যান্সের প্রায় ৩৩ শতাংশ আসছে ঢাকা জেলায়।

বণিক বার্তা

প্রবাসে ঢাকা থেকে শ্রমিক যায় ৩%, রেমিট্যান্সের ৩৩ শতাংশ আসে ঢাকায়

ব্যাংক খাতের কর্মকর্তাদের বক্তব্য হলো দেশে রেমিট্যান্স আসে তিনভাবে। এর একটি হলো পারসন টু পারসন। অর্থাৎ বিদেশ থেকে একজন ব্যক্তি দেশে থাকা আপনজনের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠান। এটি রেমিট্যান্স চ্যানেলে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক হিসাবে জমা হয়।

আরও পড়ুন >>> নির্বাচনী বছরে বাজেটে বাজিমাত কতটুকু সম্ভব?

কাপ্তাই হাইড্রোপাওয়ার প্লান্টের পাঁচটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২৪২ মেগাওয়াট। ২০২২ সালের শেষার্ধে জ্বালানি সংকটের কারণে ভরা মৌসুমে সব ইউনিট চালু রাখায় চলতি বছরের শুষ্ক মৌসুমে হ্রদের পানি কমে যায় রেকর্ড পরিমাণ।

বণিক বার্তা

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে ১৬৮%

২০২১-২২ অর্থবছরের হিসাবে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিট বা প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন খরচ ৩ টাকা ৪৬ পয়সা, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিটের খরচ ৯ টাকা ১৭ ও ফার্নেস অয়েলের উৎপাদন খরচ ২২ টাকা ১০ পয়সা। অথচ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ মাত্র ৩৫-৪০ পয়সা (সব ইউনিট সচল রেখে বিদ্যুৎ উৎপাদন হওয়া সাপেক্ষে)।

এছাড়া এবার পশুর মজুত বেশি, দামও বেশি; আসামিরা স্বেচ্ছাসেবক লীগের নেতা, বাদী এখন বললেন ‘তাঁদের চেনেন না’; সেন্টমার্টিন লিজ দিয়ে ক্ষমতা চাই না; বিক্রি শেষ ৬৫ শতাংশ কোরবানির গরু; রপ্তানি বিকাশে বাধা অপ্রতুল তথ্য সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।