আবারও পরিবর্তন হলো মেট্রোরেলের ‘হেডওয়ে টাইম’
দেশের প্রথম বিদ্যুতচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলের হেডওয়ে টাইম (দুটি ট্রেন চলাচলের মধ্যে সময়ের পার্থক্য) আবারও পরিবর্তন করতে যাচ্ছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ২২ জুন (বৃহস্পতিবার) থেকে।
সোমবার (১৯ জুন) ডিএমটিসিএলের এক নোটিশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
নোটিশে বলা হয়, মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে আগামী বৃহস্পতিবার (২২ জুন) থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত মেট্রো ট্রেনের হেডওয়ে পরিবর্তন করা হবে।
যেমন হবে হেডওয়ে সময়
রোববার থেকে বৃহস্পতিবার
সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ারে হেডওয়ে হবে ১০ মিনিট করে। বেলা ১১টা ১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত অফ-পিক আওয়ারের হেডওয়ে হবে ১৫ মিনিট। এবং বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারের হেডওয়ে হবে ১০ মিনিট।
শনিবার
সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অফ-পিক আওয়ারে হেডওয়ে হবে ১২ মিনিট করে। এবং বেলা ১১টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারের হেডওয়ে হবে ১০ মিনিট।
নোটিশে আরও বলা হয়, মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবারই থাকবে। এছাড়া আসন্ন ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
এর আগে গত ৪ জুন মেট্রোরেলের হেডওয়ে পরিবর্তন করা হয়েছিল।
এমএইচএন/জেডএস