ব্রিকস প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, ‘দাওয়াত পেলে নিশ্চয়ই যোগ দেব’
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা— এই পাঁচটি দেশ নিয়ে গঠিত অর্থনৈতিক জোট ব্রিকসে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ওরা দাওয়াত দিলে আমরা নিশ্চয়ই যোগ দেব।
সোমবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিক্সসে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
ড. মোমেন বলেন, ব্রিকসের নেতৃত্বে এখন পাঁচজন আছেন। এই জোটে আরও কিছু দেশকে নিতে তারা চিন্তা করছেন। তারা ইমার্জিং ইকোনোমির দেশ নেবেন। আমরা একটা বড় অর্থনীতির দেশ। ওরা দাওয়াত দিলে আমরা নিশ্চয়ই যোগ দেব। তারা যদি আমাদের সদস্য করে, আমরা এটাকে স্বাগত জানাব।
আরও পড়ুন>>আগামী আগস্টে ব্রিকসের সদস্য হচ্ছে বাংলাদেশ
তিনি বলেন, এ বিষয়ে আমাদের মতো আরও ৮টির মতো দেশ তাদের চিঠি দিয়েছে। আমরাও দিয়েছি। তবে এখনও তাদের কাছ থেকে আমরা আনুষ্ঠানিক চিঠি পাইনি।
জানা গেছে, সম্প্রতি জেনেভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিকসের সদস্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাপোসার মধ্যে বৈঠকের পরে ওই আবেদন করে বাংলাদেশ।
আগামী আগস্টে দক্ষিণ আফ্রিকায় ব্রিকসের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে নতুন সদস্যপদ দেওয়ার বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রিকসের বর্তমান চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে একটি আগ্রহপত্র পাঠিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
এনআই/কেএ