যাত্রাবাড়ী থেকে নিষিদ্ধ আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে জড়িত অভিযোগে এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
শনিবার (১৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই জঙ্গি সদস্যের নাম রবিউল হাসান রানা ওরফে রানা (২৪)।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকালে তার কাছ থেকে উগ্রবাদি কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও ১১টি উগ্র মতাদর্শের পুস্তিকার সফটকপি জব্দ করা হয়।
এটিইউ জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বোয়ালিয়া গিলাবাড়িতে।
গ্রেপ্তার রবিউল হাসান রানা ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র।
এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া রানা ফেসবুক আইডি ব্যবহার করে প্রচার-প্রচারণা, লাইক, শেয়ার ও ফ্রেন্ড রিকুয়েস্ট দিয়ে ম্যাসেঞ্জারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বিভিন্ন আইন বহির্ভূত ভিডিও ক্লিপস আদান-প্রদান করে আসছিলেন। তিনি দুই বছর যাবৎ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াতি কার্যক্রমের সঙ্গে সংযুক্ত।
গ্রেপ্তার রানা বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ, সমর্থন ও অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং অন্যান্যদের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় তার বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
জেইউ/কেএ