গেন্ডারিয়া এলাকায় শত বছরের পুরোনো ডিআইটি পুকুর উদ্ধারে গত ৮ জুন অভিযান পরিচালনা করেছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তবে সেই দিন পুকুরটি ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হলেও স্থানীয় কাউন্সিলরের কার্যালয়সহ বেশ কিছু স্থাপনা ভাঙা হয়নি।

এরই ধারাবাহিকতায় আজ রোববার (১৮ জুন) ফের উচ্ছেদ অভিযানের যাওয়ার ঘোষণা দেয় রাজউক। কিন্তু অভিযানের জন্য দেওয়া নির্ধারিত সময়ে এসে অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়।

শনিবার (১৭ জুন) রাতে রাজউকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম সাংবাদিকদের উচ্ছেদ অভিযানের খবর সংগ্রহের আমন্ত্রণ জানিয়ে বার্তা প্রেরণ করে লেখেন, ১৮ জুন রোববার সকাল ১০টা থেকে রাজউকের নির্বাহী ম‍্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বহুল আলোচিত গেন্ডারিয়ার ডিআইটি পুকুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হবে।

তবে উচ্ছেদ অভিযানের জন্য দেওয়া সময়ে এসে ফের তিনি সাংবাদিকদের এক বার্তায় জানান, গেন্ডারিয়ার ডিআইটি পুকুর উচ্ছেদের কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত তথ্যর জন্য মাকিদ নামের রাজউকের এক কর্মকর্তার ফোন নম্বর দেওয়া হয় বার্তায়।

পরে রাজউক কর্মকর্তা মকিদের ফোনে বেশ কয়েকবার কল করা হলেও তিনি ধরেননি। তবে এর আগে বেশ কয়েকজন সাংবাদিককে তিনি জানিয়েছেন, স্থানীয় কোনো প্রভাবশালীর চাপে নয়, বরং হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় আজ অভিযান পরিচালনা করা হয়নি।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি পুরান ঢাকার গেন্ডারিয়ায় শত বছরের পুরোনো ডিআইটি পুকুর ভরাট-দখল ও অবকাঠামো নির্মাণের ওপর স্থিতাবস্থা জারির নির্দেশ দেন হাইকোর্ট। অর্থাৎ পুকুরটি এখন যেমন আছে, আপাতত সেই অবস্থায়ই রাখতে হবে।

এর আগে গত ৮ জুন রাজউকের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা ডিআইটি পুকুরপাড় পাড়ে মাইকিং করে দোকানপাট থেকে মালামাল সরাতে নির্দেশনা দেন, পরে অভিযান শুরু হলে প্রায় শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। তবে পুকুরপাড়ের পশ্চিম দিকে স্থানীয় কাউন্সিলরের কার্যালয়সহ কয়েকটি স্থাপনা না ভেঙে সেই দিনের মতো অভিযান শেষ করা হয়। সেসময় রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছিল, নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে কাউন্সিলকে তার নিজের স্থাপনা সরাতে বলা হয়েছে। অন্য স্থাপনার মালিককে নিজ উদ্যোগে ভাঙতে সময় দেওয়া হয়েছে তা না হলে আবার অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় আজ অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত অভিযান স্থগিত করল রাজউক।

এএসএস/এসএসএইচ/