পুরান ঢাকায় চলছে গণপরিবহন/ ছবি- ঢাকা পোস্ট

পুরান ঢাকায় মাঠে নেই হেফাজত, চলছে গণপরিবহন। সংগঠনটির ডাকা হরতালের কোনো প্রভাব নেই সেখানে। বরং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরান ঢাকায় দেখা দিয়েছে যানজট। সকাল থেকে খোলা হয়েছে এলাকার সব দোকানপাটও। 

পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিরপুর, সাভার, গাজীপুরসহ বিভিন্ন গন্তব্যে অন্যান্য দিনের মতোই ছেড়ে যাচ্ছে গণপরিবহন। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সাভার পরিবহনের বাসচালক মোহাম্মদ রফিক বলেন, ‘সকাল থেকে গাড়ি চলছে সড়কে। কোনো সমস্যা হচ্ছে না।’ 

সকাল ১০টার দিকে পুরান ঢাকার সদরঘাট, রায়সাহেব বাজার মোড়, তাঁতীবাজার মোড় ঘুরে হরতালের কোনো আমেজ দেখা যায়নি।

রায়সাহেব বাজার মোড়ে দায়িত্বে নিয়োজিত কোতোয়ালি থানার ইন্সপেক্টর মো. নাজমুল হক ঢাকা পোস্টকে বলেন, ‘সড়কে পুলিশ ও যানবাহনের আধিপত্য আছে। সকাল থেকে আইন-শৃঙ্খলার কোনো ধরনের অবনতি ঘটেনি। কেউ আইনশৃঙ্খলায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে আটক করা হবে। আমরা সতর্ক আছি।’

পুরান ঢাকা থেকে খিলগাঁও যাবেন চাকরিজীবী কাজী রায়হান। তিনি ঢাকা পোস্টকে বলেন, কাজের জন্য বের হয়েছি। সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। বাস যাবে, ভয়ের কিছু নেই।

এইচকে/জেএস