চট্টগ্রাম নগরীতে যানচলাচল স্বাভাবিক/ ছবি- ঢাকা পোস্ট

চট্টগ্রামে নগরীতে হেফাজতে ইসলামের ডাকা হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি। রোববার (২৮ মার্চ) সকাল থেকেই গণপরিবহন চলাচল করছে নগরীতে। সকালের দিকে গণপরিবহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে।

নগরীর প্রতিটি মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান দেখা গেছে। দোকানপাটও খুলতে শুরু করেছে। 

তবে ভিন্ন চিত্র দেখা গেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে ইটের দেয়াল তুলে বানানো ব্যারিকেড এখনও রয়েছে।  

সাঁজোয়া যানসহ পুলিশ, র‍্যাব ও বিজিবি টহল দিচ্ছে

চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার, কাজির দেউড়ী, ওয়াসা মোড় এলাকা ঘুরে দেখা গেছে যানবাহন চলাচল স্বাভাবিক  আছে। দোকানপাটও খুলছে। 

চট্টগ্রামের ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন ঢাকা পোস্টকে বলেন, সবকিছু স্বাভাবিক আছে। গাড়ি চলছে, দোকান পাটও খুলছে। কোথাও মিছিল-মিটিংয়ের খবর পাওয়া যায়নি।  

শুক্রবার (২৬ মার্চ) থেকেই হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কে ইটের দেয়াল তুলে যানবাহন চলাচল বন্ধ করে দেয় মাদরাসাশিক্ষার্থীরা। যা এখনও বন্ধ আছে। ব্যারিকেডের সামনে অবস্থান নিয়েছে মাদরাসাছাত্ররা। হরতালের কারণে হাটহাজারী সদরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। 

এদিকে হাটহাজারী-খাগড়াছড়ি  সড়ক বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও বয়স্ক মানুষদের দুর্ভোগ বাড়ছে। দেখা গেছে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। 

ঢাকার ইউনাইটেড হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন মো. আবু তাহের। তিনি বলেন, আমার বাড়ি ফটিকছড়ি উপজেলার খিরাম এলাকায়। চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলাম। কিন্তু হরতালের মধ্যে ঢাকা থেকে হাটহাজারী আসতে পারলেও  হাটহাজারী সদর থেকে বাড়ি যেতে কষ্ট হচ্ছে। মূল সড়ক বন্ধ থাকায় বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।

হাটহাজারী সদরের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন,  সংঘর্ষের কারণে তিনদিন ধরে দোকান বন্ধ। এতে ক্ষতি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করা হোক।

উপজেলাটির সদরে মাঝেমধ্যে অটোরিকশা চলাচল করছে। হরতালের কারণে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে হাটহাজারীতে। পাশাপাশি র‍্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন রয়েছে। হাটহাজারী উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। সড়কে পুলিশের সাঁজোয়া যানসহ পুলিশ, র‍্যাব ও বিজিবি টহল দিচ্ছে।

হাটহাজারী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সর্তক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশে মোতায়েন রয়েছে। সাদা পোশাকেও পুলিশ মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়ি-হাটহাজারী সড়কে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা অব্যাহত আছে।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার  ঢাকা পোস্টকে বলেন, এখনও অপ্রীতিকর ঘটনায় খবর পাওয়া যায়নি। তবে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে সকালের দিকে গাড়ি চলাচল কম। মাদরাসার ছাত্ররা ভেতরের একটি সড়কে অবস্থান নিয়ে মিছিল করছে হরতালের সমর্থনে।

বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারা দেশে হেফাজতের আন্দোলনরতদের ওপর হামলা ও  ৪ জন নিহত হওয়ার প্রতিবাদে ২৮ মার্চ সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজত ইসলাম। একই ঘটনায় শনিবার (২৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি।

হেফাজতের হরতালে আনুষ্ঠানিকভাবে সমর্থন না দিলেও তা যৌক্তিক বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কেএম/এইচকে