বাড়ছেই না টিকা গ্রহীতা, একদিনে নিলেন ৬৫ হাজার
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে টিকা গ্রহীতার সংখ্যা বাড়ছেই না। কয়েকদিন ধরেই টিকা গ্রহীতার সংখ্যা লাখের নিচে ঘুরপাক খাচ্ছে। গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৬৫ হাজার ৩৬৮ জন। শুক্রবার (২৬ মার্চ) সরকারি ছুটির দিন থাকায় টিকাদান কর্মসূচি বন্ধ ছিল। তার আগের দিন বৃহস্পতিবার (২৫ মার্চ) ৭০ হাজার ৪০৭ জন এবং বুধবার (২৪ মার্চ) ৭৮ হাজার ৮১৭ জন টিকা নিয়েছেন।
শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫২ লাখ চার হাজার ৮২৪ জন। এদের মধ্যে পুরুষ ৩২ লাখ ৪৪ হাজার ৩৯৯ জন, আর নারী ১৯ লাখ ৬০ হাজার ৪২৫ জন। আর গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৬৫ হাজার ৩৬৮ জন, যাদের মধ্যে ৩৫ হাজার ৩৪২ জন পুরুষ এবং ৩০ হাজার ২৬ জন নারী।
অধিদফতর জানায়, মোট টিকা নেওয়া ৫২ লাখ চার হাজার ৮২৪ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৬ লাখ ১৭ হাজার ৫২৮ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ৪৬ হাজার ৩৭২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ লাখ ৫৪ হাজার ৫৪৪ জন, রাজশাহী বিভাগে পাঁচ লাখ ৮৬ হাজার ৮৬ জন, রংপুর বিভাগে পাঁচ লাখ ২৯ হাজার ৬৪০জন, খুলনা বিভাগে ছয় লাখ ৬৯ হাজার ৫০৫ জন, বরিশাল বিভাগে দুই লাখ ৩১ হাজার ৫১৩ জন ও সিলেট বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ৬৯ হাজার ৬৩৬ জন।
শনিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৬৬ লাখ ৩২ হাজার ৬৮ জন। গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে।
করোনায় চলতি বছর ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৮৬৯ জনে। করোনায় চলতি বছর এটিই সর্বোচ্চ মৃত্যু।
২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ৬৭৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯১ হাজার ৮০৬ জনে।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের ১৫ ডিসেম্বর করোনায় ৪০ জনের মৃত্যু হয়।
গত কিছুদিন ধরে দেশে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুক্রবার (২৬ মার্চ) মারা যান ৩৩ জন। এদিন আক্রান্ত হিসেবে শনাক্ত হন তিন হাজার ৭৩৭ জন।
টিআই/জেডএস