রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) কমিশনার ডিআইজি নুর আলম মিনাকে বদলি করা হয়েছে। তাকে বদলি করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে। আর তার স্থলে নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুজ্জামান।

মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব সিরাজাম মুনিরা রাষ্ট্রপতির পক্ষে এই বদলির আদেশে স্বাক্ষর করেছেন।

আরও পড়ুন <> ১৩ জেলায় নতুন পুলিশ সুপার

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি হিসেবে, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে, বিশেষ শাখার ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সালেহ মোহাম্মদ তানভীরকে বিশেষ শাখার উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে ও শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি জিহাদুল কবিরকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থ এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এমএসি/এমজে