রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদান সংক্রান্ত ৭ম লটারি আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ জুলাই) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের পরিচালক (বোর্ড জনসংযোগ ও প্রটোকল) শামীমা মোমেন এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

পরিচালক শামীমা মোমেন জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত উত্তরা ১৮ নম্বর সেক্টরে অ্যাপার্টমেন্ট প্রকল্পের 'এ' ব্লকে নির্মিত গ্রস ১৬৫৪ বর্গফুট আয়তনের সবপর্যায়ে ফ্ল্যাট বরাদ্দের জন্য লটারি অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুলাই বেলা ১১টায় রাজউক অডিটোরিয়ামে ফ্ল্যাট বরাদ্দ গ্রহীতাদের উপস্থিতিতে ফ্ল্যাট আইডি প্রদান সংক্রান্ত এই ৭ম লটারি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, যে সব বরাদ্দগ্রহীতা এখন পর্যন্ত ১ম কিস্তি হতে ৪র্থ কিস্তি পরিশোধ করেননি, আগামী ১৬ জুলাইয়ের মধ্যে ১ম কিস্তি হতে ৪র্থ কিস্তি পরিশোধ করে জমার রশিদ অত্র অফিসে দাখিল করলে লটারিতে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।

জানা গেছে, এই সময়ের পর যে সব বরাদ্দ গ্রহীতা ১ম হতে ৪র্থ কিস্তি পরিশোধ করবেন তারা ৭ম লটারিতে অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন না। আর যারা এ লটারিতে অংশগ্রহণ করতে পারবেন না তাদের অনুকূলে পর্যায়ক্রমে পরবর্তী লটারির মাধ্যমে ফ্ল্যাটের আইডি প্রদান করা হবে। এ সংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য রাজউকের ওয়েব সাইট হতে সংগ্রহ করা যাবে।

এএসএস/এমএ