আশ্রিত রোহিঙ্গাদের রাখাইনে দ্রুত, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন শুরু করতে জাতিসংঘকে মিয়ানমার সরকারের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (১২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের মাসুদ বিন মোমেনের দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এসময় পররাষ্ট্রসচিব জাতিসংঘের প্রতি এ আহ্বান জানান।

জানা গেছে, পররাষ্ট্রসচিব ও আবাসিক সমন্বয়কারী রোহিঙ্গাদের প্রত্যাবাসন, অর্থায়নসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। এক্ষেত্রে পররাষ্ট্রসচিব গোয়েন লুইসকে বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন একমাত্র সমাধান। তাই যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা জরুরি। বাংলাদেশ স্বেচ্ছায় না গেলে কোনো রোহিঙ্গাকে রাখাইনে পাঠাবে না। প্রত্যাবাসন যেন টেকসই হয় সেজন্য মিয়ানমার সরকারের সঙ্গে জাতিসংঘকে আরও কার্যকরভাবে যুক্ত হওয়া জরুরি।

রোহিঙ্গা ইস্যুর বাইরে তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), দুর্যোগ ব্যবস্থাপনা এবং খাদ্য নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

এনআই/এসএসএইচ/