বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নামে দুটি পদে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনলাইনে প্রকাশিত এ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে সতর্ক করেছে বিটিসিএল।

বৃহস্পতিবার (৮ জুন) বিটিসিএলের জিএম (পিআর অ্যান্ড পি) মীর মোহাম্মদ মোরশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
 
বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বিটিসিএলে ‘এরিয়া ম্যানেজার’ এবং ‘প্রজেক্ট সুপারভাইজার' পদে স্থায়ী চাকরির নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে প্রচার করা হয়েছে যা বিটিসিএল প্রশাসনের নজরে এসেছে। বিটিসিএল তার নিজস্ব বা অন্য কোনো ওয়েবসাইটে এ ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। এ সকল ভুয়া নিয়োগ বিজ্ঞাপনে অসৎ উদ্দেশ্যে বিটিসিএলের নাম ব্যবহার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিটিসিএলের লোগোর ডিজাইন ঠিক রেখে শেষ দুটি অক্ষরের ক্রম পরিবর্তন করা হয়েছে। গুলশান-২ এর একটি ঠিকানা উল্লেখ করা হয়েছে।

সংস্থাটি জানায়, বিটিসিএল কর্তৃক নিয়োগ সংক্রান্ত কার্যাদি প্রচারের জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিটিসিএলের নিজস্ব ওয়েব সাইট (www.btcl.gov.bd) এ নিয়োগ সংক্রান্ত পরীক্ষার নোটিশ এবং পরীক্ষার ফলাফল প্রচার করার হয়। নিয়োগ প্রক্রিয়া বিধি মোতাবেক, স্বচ্ছতা ও নিরপেক্ষভাবে সম্পন্ন করে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়ে থাকে।

বর্ণিত নিয়োগ বিষয়ে বিটিসিএলের ওয়েবসাইটেও কোনো প্রচার করা হয়নি। উক্ত নিয়োগ বিজ্ঞাপন বিটিসিএল কর্তৃক জারি করা হয়নি এবং এর সাথে বিটিসিএলের কোনো সংশ্লিষ্টতা নেই। বর্ণিত এই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে। 

তারপরও যদি কেউ এ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতারিত হন তার দায় দায়িত্ব বিটিসিএল কর্তৃপক্ষ বহন করবে না। ভুক্তভোগী ইচ্ছা করলে এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে পারেন।

এসআর/ওএফ