উন্নয়ন ধরে রাখতে দুর্নীতি নির্মূল করতে হবে আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, জাতির পিতা উন্নত দেশ বিনির্মাণের নকশা তৈরি করে গেছেন, তার ওপর ভিত্তি করেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে। আর এ উন্নয়ন ধরে রাখতে সবার আগে দুর্নীতি নির্মূল করতে হবে।
শুক্রবার (২৬ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন' শীর্ষক ভার্চুয়াল সভায় তিনি এ সব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি দুদক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আমরা সমন্বিতভাবে নিজেদের সব ধরনের দুর্নীতি থেকে মুক্ত রেখে, দুর্নীতি নির্মূলের চেষ্টা করবো। নিজেরা দুর্নীতিমুক্ত থাকবো এটাই হোক আজকের শপথ। নিজেরা দুর্নীতিমুক্ত থাকলে কমিশনের আইনি দায়িত্ব পালনও অনেকাংশে সহজ হয়ে যায়। অনুসন্ধান বা তদন্তে অযথা কালক্ষেপণ করা যাবে না। আসুন, আমরা একযোগে নিজেকে দুর্নীতিমুক্ত রেখে দুর্নীতির বিরুদ্ধে স্ব-স্ব আইনি দায়িত্ব পালন করে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করি।
দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেন, কমিশনের মূল কাজ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। তাই যারা দুর্নীতিতে আকুণ্ঠ নিমজ্জিত তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। পাশাপাশি কাউকে অহেতুক হয়রানিও করা যাবে না।
দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুদক সচিব ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার, মহাপরিচালক আ ন ম আল ফিরোজ, দুদক প্রধান কার্যালয়ের পরিচালক মো. সফিকুর রহমান ভূঁইয়া, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম মফিদুল ইসলাম, বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুজ্জামান প্রমুখ।
আরএম/এসকেডি