খিলক্ষেত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
রাজধানীর খিলক্ষেত রেল ক্রসিংয়ের উত্তর পাশে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক (২২) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জুন) দুপুর সাড়ে ১২টায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এমদাদ জানান, আজ সকালে খবর পেয়ে খিলক্ষেত রেল ক্রসিংয়ের উত্তর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে জানতে পারি ওই অজ্ঞাত যুবকটি অসতর্কভাবে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। প্রাথমিকভাবে আমরা তার নাম পরিচয় জানতে পারিনি। কোন ট্রেনের ধাক্কায় এ ঘটনাটি ঘটেছে তা জানার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, সিআইডির ক্রাইম সিনের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।
এসএএ/এমএ