সৌদি ভিসা পাওয়ার আগেই এক হজযাত্রীর সন্তানের বিমানের টিকিট কাটায় কেয়া ট্রাভেলস নামে একটি হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এই এজেন্সিকে আগামী তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখা-১ থেকে এ শোকজ দেওয়া হয়।

এই এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে,  এ.কে.এম. খায়রুল হাসান নামে একজন হজ যাত্রী তার কন্যা সন্তানসহ চলতি বছর হজ পালনের জন্য কেয়া ট্রাভেলসের অধীনে নিবন্ধন করেন। কিন্তু তার মেয়ের ভিসা না হওয়ার পরও  ফ্লাইটের টিকিট কেনা হয় এবং ফ্লাইটের সিডিউল সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়। এতে ওই ব্যক্তি ফ্লাইটের নির্ধারিত সময়ে পৌঁছাতে না পেরে হজগমনে ব্যর্থ হয় এবং নানা হয়রানির শিকার হয়। এই অভিযোগ আমলে নিয়ে ধর্ম মন্ত্রণালয় কেয়া ট্রাভেলস নামে এই এজেন্সিকে শোকজ করেছে।

শোকজে বলা হয়,  এ ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা সুষ্ঠু হজ ব্যবস্থাপনার বিঘ্ন সৃষ্টি করেছে এবং সরকারের হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নির্দেশনা উপেক্ষিত হয়েছে। তাই হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১ এর ১৩ ধারা অনুযায়ী কেন আপনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৩ দিনের মধ্যে এ মন্ত্রণালয়ে দিতে হবে। 

এনএম/এনএফ